Mahua Mitra: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে নিয়ে বিস্ফোরক অভিযোগ ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদের

ABP Ananda LIVE: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদ। ব্যবসায়ী দর্শন হীরানন্দানির কাছ থেকে টাকা ও উপহারের বিনিময়ে মহুয়া মৈত্র লোকসভায় প্রশ্ন করেছেন বলে অভিযোগ তুললেন নিশিকান্ত দুবে। স্পিকার ওম বিড়লাকে পদক্ষেপ নিতে বলে চিঠি দিলেন গোড্ডার বিজেপি সাংসদ। হীরানন্দানি গ্রুপের বিরুদ্ধ ব্যবসায়িক গোষ্ঠী আদানি গ্রুপের বদনাম করতেই এই প্রশ্নগুলি করা হয়েছে বলে দাবি করেছেন নিশিকান্ত দুবে। পাল্টা সোশাল মিডিয়ায় এর জবাবও দিয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। তাঁর দরজায় যাওয়ার আগে, আদানি কয়লা দুর্নীতিতে ইডির এফআইআরের অপেক্ষা তিনি করছেন বলে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন মহুয়া মৈত্র।  অন্যদিকে, মহুয়া মৈত্রর বিরুদ্ধে অভিযোগ তুলে, সিবিআই প্রধানকে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অনন্ত দেহাদরাই।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola