Soumitra Khan: 'নিজের চরকায় তেল দিন', কাকে বললেন সৌমিত্র খাঁ? ABP Ananda Live

ABP Ananda Live: জীবন ও স্বাস্থ্য বিমা থেকে GST প্রত্যাহারের দাবি জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন, এই জিএসসি মানুষের জীবনে বিরূপ প্রভাব ফেলছে। সংশ্লিষ্ট ক্ষেত্রে GST প্রত্যাহার না করলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। 'এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সুন্দভাবে আলোচনা হচ্ছিল, সরকার পক্ষে যাঁরা তাঁরা উত্তর দিচ্ছিলেন। কারও উত্তর পছন্দ হতে পারে তাঁদের আবার নাও হতে পারে, কিন্তু হইচই চিৎকার করাটা বাঞ্ছনীয় নয়। গণতন্ত্রে সবার বলার অধিকার রয়েছে, শুনতে হবে সবাইকে। শেনার মতো দৈর্য্য থাকা দরকার, মানসিকতা থাকা দরকার। বিজেপির এই ওয়াক আউট করা একদম ঠিক কাজ হয়নি বলে আমার মনে হয়', বললেন বিমান বন্দ্যোপাধ্যায়। রেশন দুর্নীতির মামলায় গ্রেফতার আরও ২। গ্রেফতার দেগঙ্গার তৃণমূল নেতা আনিসুর রহমান ও তাঁর দাদা, চালকল ব্যবসায়ী আলিফ নুর।বৃহস্পতিবার সারাদিন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে ২ জনকে। আজ মেডিক্যাল পরীক্ষার পর তাঁদের পেশ করা হবে আদালতে।আজ সিজিও-তে তলব করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ ব্য়বসায়ী বারিক বিশ্বাসকে। রেশন বণ্টন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের পর ED-র হাতে গ্রেফতার আরও এক তৃণমূল নেতা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola