BJP News: 'বাম-তৃণমূল কংগ্রেসের পিঠ চুলকে দেওয়ার প্রতিযোগিতা চলছে', আক্রমণ সুকান্ত মজুমদারের
ABP Ananda Live: 'যাদবপুরে অচলাবস্থা পরিকল্পনা করে তৈরি করা হয়েছে। ব্রাত্য বসু এতদিন ধরে শিক্ষামন্ত্রী রয়েছেন, ভোটের আগে যাদবপুরে যাওয়ার কেন প্রয়োজন হল? বাম-তৃণমূল কংগ্রেসের পিঠ চুলকে দেওয়ার প্রতিযোগিতা চলছে। বামেদের শক্তিশালী করতে রাজনৈতিক কৌশল। বামেদের জাগানোর চেষ্টা চলছে। যাতে হিন্দু ভোট কাটতে পারে', আক্রমণ সুকান্ত মজুমদারের।
বাগদার তৃণমূল কর্মী, ভারত ও বাংলাদেশ, দু'দেশের ভোটার তালিকাতেই তাঁর নাম রয়েছে! নথি সামনে এনে চাঞ্চল্যকর অভিযোগ বিজেপির । উত্তর ২৪ পরগনার বাগদার বয়রা গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল কর্মী সহিদুল বিশ্বাস । বিজেপির দাবি, তৃণমূল কর্মী সহিদুল আদতে বাংলাদেশের যশোরের চৌগাছার বাসিন্দা । বিজেপির আরও অভিযোগ, বাংলাদেশের নাগরিক হয়েও ভারতের ভোটারকার্ড পেয়ে গিয়েছেন তিনি
নথি-সহ বিষয়টি জেলাশাসককে জানানো সত্ত্বেও কোনও জবাব মেলেনি, অভিযোগ পদ্ম শিবিরের অভিযোগ উড়িয়ে তৃণমূল কর্মী সহিদুল বিশ্বাসের দাবি, জন্মসূত্রে তাঁরা এদেশেরই বাসিন্দা
সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর নাম সুপারিশ করল কলেজিয়াম
সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর নাম সুপারিশ করল কলেজিয়াম। ২০১১-তে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে শপথ নেন জয়মাল্য বাগচী। ২০২১ সালে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে বদলি হন। সে বছরই আবার কলকাতা হাইকোর্টে ফিরে আসেন বিচারপতি জয়মাল্য বাগচী। এবার সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নাম সুপারিশ। ২০৩১ সালে দেশের প্রধান বিচারপতি হতে পারেন জয়মাল্য বাগচী। এদিকে ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডনের নামও সুপারিশ করেছে কলেজিয়াম।