Agnimitra Paul: 'কোচবিহারের জন্য আপনার টিম নেই',রাহুল গাঁধীকে কটাক্ষ অগ্নিমিত্রার। ABP Ananda Live

BJP News: কোচবিহারে বিজেপি করায় মহিলাকে বিবস্ত্র করে মারের অভিযোগ। রিপোর্ট চাইল জাতীয় মহিলা কমিশন। আজ ঘটনাস্থলে বিজেপির ৭ সদস্যের প্রতিনিধি দল। আদালতে যাওয়ার প্রস্তুতি।   'যাঁদেরকে পয়সা চাওয়া হচ্ছে তাঁরা কারা? এদের হয়ে তারা সব ব্যবসায়ীদের ফোন নম্বর জোগার করেছে। অজয় মণ্ডলকে কে চেনে ? অজয় মণ্ডলের দলর কোনও লোকই নিশ্চয় তার ফোন নম্বর দিয়েছে অপরাাধীদেরকে। বাংলায় আইন ব্যবস্থা বলে কিছু নেই, পার্থ ভৌমিক যে গুন্ডারাজ আইন করেছে এখানে, একটা কোনও ভাল লোক নেই যে তৃণমূল কংগ্রেস করে, যারা কাউন্সিলর করে', মন্তব্য অর্জুনের। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জবরদখলের অভিযোগ শুভেন্দুর। 'কালীঘাটে নালার জমি দখল করে মিটিং হল তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।  মমতাকে দেখে সুজিত বসু দত্তাবাদে জলাভূমি বুজিয়ে ফেলেছেন'। নজিরবিহীন আক্রমণ শুভেন্দুর। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই আসানসোলে আরএসএস কার্যালয়ে নোটিস। ABP Ananda Live 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola