BJP News:প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপশব্দ প্রয়োগের অভিযোগ, প্রদেশ কংগ্রেসের সদর দফতরে গুন্ডাগিরি BJP-র
ABP Ananda LIVE: বিহারে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ভোটার অধিকার যাত্রায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপশব্দ প্রয়োগের অভিযোগ। তার প্রতিবাদ জানাতে গিয়ে কলকাতায় প্রদেশ কংগ্রেসের সদর দফতরে গুন্ডাগিরি চালাল বিজেপি। পদ্মের ঝান্ডা নিয়ে সদলবলে বিধানভবনে ঢুকে তাণ্ডব চালালেন বিজেপি নেতা রাকেশ সিং। ভিডিও রেকর্ডিং করে রাহুল গান্ধীর ছবিতে লেপে দেওয়া কালি। ছিঁড়ে দেওয়া হল প্রিয়ঙ্কা গান্ধী বঢ়রার ব্যানার। AICC-র অন্য নেতাদের ছবিতেও লেপে দেওয়া হল কালি। সেই সঙ্গে ভাঙচুর চালানোর অভিযোগও উঠেছে। এসব মস্তানি মানা হবে না, দরকারে আমরাও বিজেপি অফিসে যাব। হুঁশিয়ারি দিয়েছেন অধীর চৌধুরী। আবেহের বহিঃপ্রকাশ। দল এই ধরনের ধ্বংসাত্মক চিন্তাভাবনায় বিশ্বাস করে না। সাফাই দিয়েছে বিজেপি। রাকেশ সিংয়ের বিরুদ্ধে এন্টালি থানায় অভিযোগ দায়ের করেছে কংগ্রেস। এদিন দলের তরফে এন্টালি থানার সামনে ও মৌলালি মোড় অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। দোষীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারির দাবি জানিয়ে কাল দুপুরে মহামিছিলের ডাক দিয়েছে প্রদেশ কংগ্রেস।