BJP News: রাজ্যভাগের বিতর্কে এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিজেপি সাংসদ রাজু বিস্তের।

ABP Ananda Live: রাজ্যভাগের বিতর্কে এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিজেপি সাংসদের। 'আলাদা রাজ্যের দাবি বিভিন্ন পরিস্থিতিতে তৈরি হয়'। 'আলাদা রাজ্য সংবাদমাধ্যমে বলে হবে না'। 'সংসদে যা বলার বলব'। 'নেতা সব সময় জনতার লাইনে থাকে'। 'জনতার যা লাইন, পার্টির লাইনও তাই'। রাজ্যভাগের বিতর্কে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তর। বিজ্ঞাপন দিয়েও মিলছে না সাড়া। চিকিৎসকের সংখ্যা কম থাকায় পরিষেবা দিতে হিমশিম খাচ্ছে কল্যাণী AIIMS। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, অবস্থানগত কারণে স্থানীয়রা আবেদন করলেও চিকিৎসক পদে ভিনরাজ্যের আবেদনকারীর সংখ্যা কম। একইসঙ্গে রাজ্য সরকার বন্ড চালু করায়, বাংলা থেকেও চিকিৎসক পেতে সমস্যা হচ্ছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। রাহুল বিতর্কে ফের নতুন মোড়।পরিচালক রাহুলকে টেকনিশিয়ানদের ‘বয়কট' করার প্রতিবাদে, পাল্টা পরিচালকদের কর্মবিরতির ডাক। আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য অসহযোগিতার হুঁশিয়ারি পরিচালকদের, পাশে দাঁড়াচ্ছেন প্রযোজকরাও।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola