BJP News: হলদিয়ায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির প্রতিবাদ মিছিল

ABP Ananda Live: দোলে অশান্তির অভিযোগে আজ হলদিয়ায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির প্রতিবাদ মিছিল। রাজ্যজুড়ে সনাতনীদের ওপর আক্রমণের অভিযোগে এই মিছিলের ডাক দেওয়া হয়েছে। বৃহস্পতিবার তমলুকে একই ইস্যুতে মিছিল করেছিলেন বিরোধী দলনেতা। পুলিশ হলদিয়ায় মিছিলের অনুমতি দিচ্ছে না, এই অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ক্ষুদিরাম স্কোয়ার থেকে নিউ মার্কেট পর্যন্ত পদযাত্রার অনুমতি দেন। পদযাত্রার শেষে করা যাবে ছোট সভাও। আদালতে রাজ্য সরকার জানায়, লাউড স্পিকার ছাড়া কর্মসূচির অনুমতি দিয়েছেন মহকুমা শাসক। অনুমতি দিয়েছে পুলিশও।

হাওড়ায় বিপর্যয় নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ সুকান্ত মজুমদারের

হাওড়ায় বিপর্যয় নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ সুকান্ত মজুমদারের। 'মুখ্যমন্ত্রী যখন বিদেশ সফরে ব্যস্ত, তখন হাওড়ায় বহু মানুষ ঘরছাড়া। নবান্ন থেকে কিছু দূরেই ধসের জেরে দুর্ভোগে বহু মানুষ। প্রথমবার নয়, বাংলার মানুষ আগেও এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। তবুও মমতার জনবিরোধী সরকার এই ট্র্যাজেডি রোধে কিছুই করেনি। দুর্নীতিগ্রস্ত নেতারা সিন্ডিকেটের টাকা দিয়ে তাঁদের পকেট ভরতে ব্যস্ত ছিলেন! মানুষের জীবন রক্ষা করার পরিবর্তে, অবৈধ কারবারে যুক্ত তৃণমূল নেতারা', এটা কেবল ব্যর্থতা নয় - এটি অপরাধমূলক অবহেলা!' 'বাংলার জনগণ এর জবাব পাওয়ার যোগ্য!'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola