Suvendu Adhikari: 'দেউচা পাচামি নিয়ে মিথ্যে প্রতিশ্রুতি রাজ্য সরকারের', আক্রমণে শুভেন্দু

ABP Ananda LIVE : 'দেউচা পাচামি নিয়ে মিথ্যে প্রতিশ্রুতি রাজ্য সরকারের'। 'দেউচা পাচামিতে কোল ব্লকের নামে মিথ্যে প্রতিশ্রুতি'। 'দেউচা পাচামিতে আদিবাসীরা প্রতারিত হয়েছেন'। 'দেউচায় কর্মসংস্থান নিয়ে মিথ্যে তথ্য দিচ্ছে রাজ্য'। 'দেউচায় আদিবাসীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা'। 'শিল্পের নামে মিথ্যে প্রচার মুখ্যমন্ত্রীর'। 'আদিবাসীদের বঞ্চিত করে বাইরের লোকেদের পাট্টা দেওয়া হয়েছে'। 'দেউচা পাচামি একটা বড় দুর্নীতি'। আক্রমণে শুভেন্দু'।

 

জগদ্দলে এবার তৃণমূল কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে পুলিশের FIR

জগদ্দলে এবার তৃণমূল কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে পুলিশের FIR। বোমা-গুলির লড়াইয়ে ত্রস্ত জগদ্দল, কাউন্সিলর-পুত্রের বিরুদ্ধে FIR। তৃণমূল কাউন্সিলর সুনীতা সিংহর ছেলে নমিত সিংহর বিরুদ্ধে FIR। 'ঘটনাস্থলের কাছে অস্ত্র হাতে দাপাদাপি করার CC ফুটেজ'। নমিতের সঙ্গে তেলুয়া নামে আরও একজনের হাতে অস্ত্র থাকার দাবি পুলিশের। ২৬ মার্চ, রাত ১০.২০ থেকে ১০.৩০ পর্যন্ত অস্ত্র হাতে নমিতকে দেখার দাবি পুলিশের। বেআইনি অস্ত্র হাতে দাপাদাপি, তৃণমূল কাউন্সিলর-পুত্রের বিরুদ্ধেই FIR। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola