BJP News:সেনারা ভারতের জন্য লড়াই করছেন, তারা আমাদের গর্ব, কোনও নিন্দাসূচক মন্তব্য কাঙ্খিত নয়:দিলীপ

ABP Ananda Live: মধ্যপ্রদেশের মন্ত্রীর প্রসঙ্গে মুখ খুললেন দিলীপ ঘোষ। 'সেনারা ভারতের জন্য লড়াই করছেন, তারা আমাদের গর্ব'। 'তাদের সম্পর্কে কোনও নিন্দাসূচক মন্তব্য কাঙ্খিত নয়'। 'বাকিটা সরকার ও আইন দেখবে'। ওরা ধর্ম দেখে মেরেছে, আমরা কি ধর্ম দেখব?' 'আমাদের কাছে সবাই সমান'। 'সরকারি নীতির পক্ষে ওঁর এই মন্তব্য যায় না'। সোফিয়া কুরেশিকে নিয়ে মধ্যপ্রদেশের মন্ত্রীকে নিশানা দিলীপ ঘোষের।

 

৪৮ ঘণ্টায় দ্বিতীয়বার, এবার উপত্যকার অবন্তীপোরায় নিরাপত্তাবাহিনী-জঙ্গি ভয়ঙ্কর গুলির লড়াই !

 

 উপত্যকায় ফের জঙ্গি ও নিরাপত্তাবাহিনীর গুলির লড়াই ! জম্মু ও কাশ্মীরের অবন্তীপোরার ঘটনা। দক্ষিণ কাশ্মীরের ত্রাল এলাকায় যৌথ অভিযান চালাচ্ছিল পুলিশ ও সেনা। সেইসময় উভয়পক্ষের মধ্যে ভয়ঙ্কর গুলির লড়াই শুরু হয়। অবন্তীপোরার নাদেল ও ত্রাল এলাকায় চলে এনকাউন্টার। যৌথবাহিনীর তরফে পাল্টা জবাব দেওয়া হচ্ছে বলে এক্স হ্যান্ডেলে জানিয়েছে কাশ্মীর পুলিশ। গত ৪৮ ঘণ্টায় এটা দ্বিতীয় এনকাউন্টার। 

সন্ত্রাসবাদের কোমর ভাঙতে 'অপারেশন সিঁদুরের' মধ্য়েই দিন দু'য়েক আগে কাশ্মীরে সেনা অভিযানে খতম হয় লস্কর-ই-তৈবা ও তার শাখা সংগঠন দ্য় রেজিস্ট্য়ান্স ফ্রন্টের ৩ জঙ্গি...। উদ্ধার হয় প্রচুর অস্ত্র। পাকিস্তানের সঙ্গে সংঘর্ষবিরতিতে রাজি হলেও, লড়াই শেষ হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।  তিনি হুঙ্কার দিয়ে বলেছেন, "ঘরে (পাকিস্তানে) ঢুকে মারব আমরা, বাঁচার কোনও সুযোগই দেব না।" এই প্রেক্ষাপটেই দক্ষিণ কাশ্মীরে 'অপারেশন কেল্লার' চালায় নিরাপত্তা বাহিনী। আর দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে এই 'অপারেশন কেল্লার'-এই লস্কর ও তার শাখা সংগঠনের ৩ জঙ্গিকে নিকেশ করে ভারতীয় সেনা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola