Dilip Ghosh: 'ছাব্বিশের ভোটে কী দায়িত্ব, তা পার্টি বলবে', প্রতিক্রিয়া দিলীপ ঘোষের | ABP Ananda Live
ABP Ananda LIVE : দিলীপ ঘোষকে নিয়ে শুভেন্দু, সুকান্ত, শমীকের সঙ্গে আলাদা বৈঠক অমিত শাহের। বড়় দায়িত্বের পথে প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি?
পোস্টিং ভিন্ রাজ্যে, নোটিস পেয়ে হয়রান BSF, নৌসেনাকর্মীরাও, ভার্চুয়াল SIR-শুনানি চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে SIR-এর ভার্চুয়াল শুনানির দাবি তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি, পশ্চিমবঙ্গের যে ভোটাররা কর্মসূত্রে ভিন্ রাজ্যে থাকেন, তাঁদের শারীরিকভাবে শুনানিতে হাজির হতে না বলে, করা হোক ভার্চুয়াল শুনানি। বিষয়টি ভেবে দেখার আশ্বাস দিয়েছে কমিশন, এমনটাই দাবি করেছেন অভিষেক। এ নিয়ে বিজেপি যদিও কটাক্ষ ছুড়ে দিয়েছে। (Abhishek Banerjee)
বিধানসভা নির্বাচনের আগে SIR-শুনানি ঘিরে তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি। সেই আবহেই জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে ভার্চুয়াল SIR-শুনানির দাবি জানালেন অভিষেক। দেশের সুপ্রিম কোর্টে ভার্চুয়াল শুনানি হলে, নির্বাচন কমিশন কেন ভার্চুয়াল শুনানি করবে না, প্রশ্ন তুললেন তিনি। (SIR in Bengal)