Koustav Bagchi: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর পোস্ট, কৌস্তভ বাগচির বিরুদ্ধে FIR | BJP News

ABP Ananda Live: বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচির বিরুদ্ধে FIR। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর পোস্ট সোশাল মিডিয়ায় । কৌস্তভ বাগচি অফিশিয়াল পেজ থেকে পোস্ট । পোস্টের স্ক্রিনশট দিয়ে টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের এক মহিলার । মহিলার অভিযোগের ভিত্তিতে কৌস্তভ বাগচির বিরুদ্ধে FIR দায়ের পুলিশের। 

 

মধ্যমগ্রাম এবং সোদপুরের মধ্যে অটো চলাচল বন্ধ

প্যাসেঞ্জার তোলা কে কেন্দ্র করে মধ্যমগ্রাম এবং সোদপুর অটো রুটের ইউনিয়নের গন্ডগোল তার জেরে মধ্যমগ্রাম এবং সোদপুরের মধ্যে অটো চলাচল বন্ধ। অভিযোগ, মধ্যমগ্রাম উড়ালপুলের নিচে অটো স্ট্যান্ডের অটোচালকরা সোদপুর থেকে আসা অটো গুলোকে দাঁড়াতে দিচ্ছেন না। শুধু সোদপুর থেকে আসা অটো গুলোর পাসেঞ্জারদেরকে মধ্যমগ্রামের বাদামতলা এবং সাজিরহাটের নামিয়ে দেয়া হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে যে মধ্যমগ্রাম থানার পুলিশ। এই মুহূর্তে ২ রুটেরই অটো চলাচল বন্ধ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola