
BJP News: টাকা ও উৎকোচের বিনিময়ে দলে পদ বিলির অভিযোগ বিজেপিতেও
ABP Ananda Live: টাকা ও উৎকোচের বিনিময়ে দলে পদ বিলির অভিযোগ বিজেপিতেও। সাংগঠনিক জেলা সভাপতি ও জেলা সাধারণ সম্পাদকের বিরুদ্ধে পোস্টার পড়ল খাস পার্টি অফিসের সামনে! ঢাকুরিয়ায় রয়েছে বিজেপির দক্ষিণ কলকাতা জেলা নির্বাচনী কার্যালয়। তার সামনেই বিজেপি নেতাদের বিরুদ্ধে পোস্টার পড়েছে বিজেপি কর্মীদের নামে। বিজেপির দক্ষিণ কলকাতা জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য ও জেলার সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং-এর ছবি দেওয়া পোস্টারে লেখা হয়েছে, 'টাকা, গাড়ি, মোবাইল দিন, দক্ষিণ কলকাতায় পদ নিন। যোগাযোগ করুন জেলার সভাপতি এবং জেলার সাধারণ সম্পাদকের সঙ্গে।' দক্ষিণ কলকাতা বিজেপি কর্মীবৃন্দের নামে দেওয়া হয়েছে পোস্টার। সম্প্রতি রাজ্যের ২৫টি সাংগঠনিক জেলার সভাপতিদের নাম ঘোষণা করেছে বিজেপি। ১৭টি জেলায় দায়িত্ব বদল করা হলেও, যে ৮ জনকে পুরনো পদে বহাল রাখা হয়েছে, তাঁদের একজন হলেন অনুপম ভট্টাচার্য। যদিও দক্ষিণ কলকাতার বিজেপি সভাপতির দাবি, পুরোটাই তৃণমূলের চক্রান্ত। জেলা সাধারণ সম্পাদকের কোনও বক্তব্য মেলেনি। তৃণমূলের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।