BJP News: বিজেপির মুণ্ডলানা মণ্ডলের সভাপতি সুরেন্দ্র জওহরকে গুলি করে হত্যা
ABP Ananda Live: হরিয়ানার সোনিপতে বিজেপি নেতা খুন, গ্রেফতার ১। বিজেপির মুণ্ডলানা মণ্ডলের সভাপতি সুরেন্দ্র জওহরকে গুলি করে খুন। জমি সংক্রান্ত ঘটনার জেরে গুলি চলেছে, অনুমান পুলিশের। খুনের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত মান্নুকে গ্রেফতার সোনিপত পুলিশের। ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের তদন্তে তিনটি দল গঠন পুলিশের।
মার্চেই তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে, আজ রাজ্যের ৫ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি
মার্চেই তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে। আজ রাজ্যের ৫ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি। গরম চরমে উঠতে পারে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। কালও তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গে। কোথাও কোথাও পারদ ৪০ ডিগ্রি পেরোতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও কাল তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩-৪ ডিগ্রি বেশি থাকবে। বুধবার হাওয়া বদল বঙ্গে। বৃহস্পতি ও শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলায়। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুুয়ারে আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা।