Mithun Chakraborty: 'গত নির্বাচনে বিজেপির ফলে দুঃখ পেয়েছি', মন্তব্য মিঠুনের। ABP Ananda Live

Continues below advertisement

BJP News: 'গত নির্বাচনে বিজেপির ফলে দুঃখ পেয়েছি', মন্তব্য মিঠুনের। 'দলকে ২০ দিন সময় দেব, ওড়িশায় জিতেছি, বাংলায় জিতব। এমন কর্মী দরকার যারা সামনে থেকে লড়াই করবেন। বললেন মিঠুন চক্রবর্তী। 'ভাইপোকে মুখ্যমন্ত্রী বানানোর জন্য কাজ করে না বিজেপি', বঙ্গ সফরে এসে আক্রমণ শাহর। বাংলায় স্বাস্থ্য, শিক্ষা সবেতেই কাটমানি। বাংলায় রবীন্দ্র সংগীতের বদলে বোমার আওয়াজ পাওয়া যায়। 'প্রাতিষ্ঠানিক অপরাধের বলি আর জি কর মেডিক্যালের চিকিৎসক'। থ্রেট কালচারের জনক মমতা বন্দ্যোপাধ্যায়: সুকান্ত। 'জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠনের তৃণমূল কংগ্রেস ডক্টর্স অ্যাসোসিয়েশন'। 'জুনিয়র ডাক্তাররা চোকার্স, সেমি ফাইনালে উঠে হেরে যায়', বললেন সুকান্ত মজুমদার। 'ওড়িশায় জিতেছি, ২৬-এ বাংলায় জিতব'। 'বাংলায় ১ কোটি সদস্য সংগ্রহ করতেই হবে'। 'বাংলায় ২৩৫ জন বিজেপি কর্মী খুন হয়েছেন'। 'বাংলায় সনাতনীদের একজোট হতে হবে'। 'বাংলার ৮০ শতাংশ হিন্দু ভোট একত্রিত করতে হবে'। পশ্চিমবঙ্গকে দ্বিতীয় বাংলাদেশ করতে দেব না: শুভেন্দু। ৬ কেন্দ্রে উপনির্বাচনের আগে বঙ্গ সফরে অমিত শাহ। ABP Ananda Live 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram