BJP News: 'দাগি' শিক্ষক বিতর্কে এবার নাম জাড়াল বিজেপির
ABP Ananda LIVE: কোথাও সরাসরি নেতানেত্রীর নাম, কোথাও আবার তাঁদের পরিজনদের। এসএসসি-র প্রকাশ করা চাকরিহারা দাগিদের তালিকায় তৃণমূল যোগের উদাহরণ একাধিক। এবার নাম জড়াল বিজেপির। এসএসসি-র প্রকাশ করা চাকরিহারা দাগি শিক্ষকদের তালিকায় ৬৫৩ নম্বরে রয়েছে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার কোষাঘ্যক্ষ সুরজিৎ সরকারের স্ত্রী লক্ষ্মী বিশ্বাসের নাম। তিনি রামপুরহাটের কুসুম্বা হাই স্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা ছিলেন।
SSC দাগি তালিকায় নিউ ব্যারাকপুরের উপ পুরপ্রধানের মেয়ের নাম
এসএসসি দাগি তালিকায় নিউ ব্যারাকপুরের উপ পুরপ্রধানের মেয়ের নাম। ১৩৬০ নম্বরে নাম রয়েছে স্বপ্না বিশ্বাসের মেয়ে শতাব্দী বিশ্বাসের নাম। তৃণমূল কংগ্রেস পরিচালিত নিউ ব্যারাকপুরের উপ পুরপ্রধান স্বপ্না বিশ্বাস। দমদম-ব্যারাকপুর মহিলা জেলা তৃণমূলের সভাপতি স্বপ্না বিশ্বাস। মাসুন্দা বয়েজ হাইস্কুলের পরিচালন সমিতির সভাপতি স্বপ্না বিশ্বাস। তৃণমূল নেত্রী স্বপ্না বিশ্বাসের মেয়ে শতাব্দী বিশ্বাসের চাকরি চলে গেছে। শতাব্দী বিশ্বাস ভূগোলের শিক্ষিকা ছিলেন, ২০১৯ সাল থেকে মাসুন্দা বয়েজ হাইস্কুলের শিক্ষিকা ছিলেন।