BJP News: অর্জুনপুত্র পবন সিংহ-কে ফের তলব করল CID

Bhatpara News: ভাটপাড়া পুরসভার টেন্ডার দুর্নীতির তদন্তে অর্জুনপুত্র পবন সিংহ-কে ফের তলব  CID। আগামী সোমবার ভাটপাড়ার বিজেপি বিধায়ককে ভবানী ভবনে তলব। যাবেন CID দফতরে, জানালেন পবন।

 

আর জি কর-কাণ্ডে মুখ খোলার মাসুল? সাসপেন্ড শান্তনু

 

'আমি সংবাদমাধ্যমে খবরটা শুনলাম। তৃণমূলের জন্মলগ্ন থেকে এই পর্যন্ত মনে করতে পারছি না দলবিরোধী কোনও কাজ করেছি। দল বিরোধী কোন কাজ করেছি বুঝতে পারছি না। আমি নিজেকে তৃণমূলের একজন অনুগত সৈনিক বলে মনে করি। বারবার দল পাল্টে নির্বাচনে লড়ার অভ্যেস নেই। যদি প্রমাণ করে দেওয়া হত, দলবিরোধী কোন কাজটা করেছি। সেক্ষেত্রে ক্ষমাও চেয়ে নিতাম। মেডিক্যাল কাউন্সিল থেকে আমায় অনৈতিকভাবে সরানো হয়েছে। আমি ও আমার স্ত্রী আর জি করের প্রাক্তনী। আরজি করে কাজ করতে গিয়ে যে দুর্নীতির চক্রের খোঁজ পেয়েছিলাম। সন্দীপ ঘোষের দুর্নীতির কথা জানতে পারি। গোপনীয়তা মেনে আমি সেকথা জানাই। আমার মেয়েকে দিনের পর দিন মানসিকভাবে যন্ত্রণা দেওয়া হয়েছে। আর জি করের ঘটনার পর সন্দীপ ঘোষের বিরুদ্ধে মুখ খুলেছিলাম। আমি তৃণমূল করি বলে আন্দোলনরত চিকিৎসকেরা আমায় গো-ব্যাক স্লোগান দিয়েছেন। তারপর বলা হচ্ছে আমি আন্দোলনে মদত দিয়েছি। এটা একটা স্বতস্ফূর্ত আন্দোলন সেখানে আমার একার পক্ষে আন্দোলনে মদত দেওয়া কীভাবে সম্ভব? দলনেত্রী, রাজ্য সভাপতি যা দায়িত্ব দিয়েছেন, পালন করেছি। সর্বভারতীয় সাধারণ সম্পাদক যে দায়িত্ব দিয়েছেন, তা পালন করেছি। সন্দীপ ঘোষ সম্পর্কে দেড় বছর আগে গোপনীয়তা বদায় রেখে নির্দিষ্ট জায়গায় জানিয়েছিলাম। একজন বাবা হিসেবে প্রত্যেক মানুষের দায়িত্ব মেয়ের পাশে দাঁড়ানো। নেতৃবৃন্দ যদি বলে দেন কোন কোন দলবিরোধী কাজ করেছি। তাহলেও আমি ক্ষমা চেয়ে নেব'। জানালেন সাসপেন্ড তৃণমূল নেতা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola