BJP News: শহরে ফের রাজনৈতিক পোস্টার, ভিআইপি রোডে অগ্নিমিত্রার নামে পোস্টার, কী বলছেন অগ্নিমিত্রা?

ABP Ananda Live: শহরে ফের রাজনৈতিক পোস্টার, যাতে বাংলায় মুখ্য চরিত্র হিসেবে অগ্নিমিত্রাকে দেখার ইচ্ছে জানানো হয়েছে। নাম দেখে এই অগ্নিমিত্রা বিজেপি-র বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেই মনে করা হচ্ছে। ভিআইপি রোডে অগ্নিমিত্রার নামে পোস্টার দেখা গিয়েছে। পোস্টারে লেখা রয়েছে, '২০২৬ সালে বাংলার মুখ্য চরিত্রে 'নারীশক্তির রক্ষাকবচ' অগ্নিমিত্রাকে চাই'। 'বাংলার অসুরক্ষিত মহিলা সমাজে'র নামে ওই পোস্টার টাঙানো হয়েছে। কিন্তু আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকার নামে কেষ্টপুরে কেন পোস্টার টাঙানো হল, সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে। (Agnimitra Paul)

ভিআইপি রোডে যে পোস্টারটি চোখে পড়েছে, তাতে লেখা রয়েছে, ‘মহিলা অসুরক্ষিত বাংলাকে সুরক্ষিত করে গড়তে ২০২৬-এ বাংলায় মুখ্য চরিত্রে, বাংলার নারীশক্তির রক্ষাকবচ অগ্নিমিত্রাকে চায়। সৌজন্যে বাংলার অসুরক্ষিত মহিলা সমাজ’। রাস্তার ধারের রেলিংয়ে পর পর ওই পোস্টার টাঙানো থাকতে দেখা গিয়েছে। কে বা কারা ওই পোস্টার টাঙাল, কেনই বা অগ্নিমিত্রার নামে এই পোস্টার, তা নিয়ে জলঘোলা শুরু হয়েছে। (West Bengal BJP)

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এখনও একবছর বাকি। কিন্তু তার আগে বাংলায় পোস্টার-রাজনীতি শুরু হয়েছে। কখনও শাসক দলের অধিনায়কত্ব নিয়ে পর পর পোস্টার টাঙানো হচ্ছে, কখনও আবার বিরোধী দলের নেতার বিরুদ্ধে দুর্নীতি নিয়ে পোস্টার দিচ্ছে দলেরই একাংশ। সেই আবহেই কেষ্টপুরে ভিআইপি রোডের ধারে বৃহস্পতিবার অগ্নিমিত্রার নামে পোস্টার চোখে পড়ল। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola