BJP News: 'জেল থেকে কলকাঠি নাড়ছেন পার্থ,' কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে অভিযোগ শঙ্কুর
ABP Ananda LIVE : নিজের আমলের দুর্নীতি ঢাকতে সক্রিয় প্রাক্তন শিক্ষামন্ত্রী। পার্থর সঙ্গে রানি রাসমণি গ্রিন ইউনিভার্সিটির প্রাক্তন ভিসির ছবি দেখিয়ে অভিযোগ শঙ্কুর। অস্বীকার প্রাক্তন উপাচার্যের। সরব শঙ্কু, পাল্টা জবাব।কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ বিজেপির। (শঙকুদেব - পছন্দের লোককে উপাচার্য হিসেবে বসাতে জেল থেকে কলকাঠি নাড়ছেন পার্থ।'জেল থেকে কলকাঠি'।
সল্টলেকে মৃত্যু বাইক আরোহীর; ইট বৃষ্টি শুরু স্থানীয়দের, পাল্টা কাঁদানে গ্যাস ছুড়ল পুলিশও
সল্টলেকে চলন্ত গাড়িতে আগুন থেকে ঝলসে মৃত্যু হল বাইক আরোহীর। গাড়ি এবং রেলিংয়ের মাঝে পড়ে বাইক আরোহীর মৃত্যু হয়। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। এরপরই রণক্ষেত্রের চেহারা নেয় সল্টলেকের নিউ ব্রিজ এলাকা। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করে স্থানীয়রা। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পাল্টা কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশও।