BJP News : বিজেপির রাজ্য সভাপতি পদে শমীক ভট্টাচার্যের অভিষেকের দিন, ডুগডুগি হাতে দিলীপ ঘোষ

ABP Ananda LIVE : বিজেপি রাজ্য সভাপতি পদে শমীকের অভিষেকের দিন ডুগডুগি হাতে দিলীপ ঘোষ। দুর্গাপুরে প্রাতর্ভ্রমণে বেরিয়ে ডুগডুগি বাজালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।বিজেপির রাজ্য সভাপতি পদে শমীক ভট্টাচার্যের অভিষেকের দিন, ডুগডুগি হাতে দিলীপ ঘোষ ।বঙ্গ বিজেপির দায়িত্ব পেয়েই ২৬-এর আগে বিরোধীদের বার্তা শমীক ভট্টাচার্যের। 'যাঁর যা পতাকা আছে, কিছু দিনের জন্য আলমারিতে তুলে রাখুন', সবাই পথে নামুন, তৃণমূলকে বিসর্জন দিন, বিরোধীদের বার্তা শমীক ভট্টাচার্যের।


 আরও খবর...

‘পৃথিবীর কোনও শক্তি মমতাকে চতুর্থবার ক্ষমতায় আনতে পারবে না’, বঙ্গ বিজেপি-র সভাপতি হয়েই হুঙ্কার শমীকের

রাজ্য বিজেপি-র সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেই নির্বাচনী হুঙ্কার শমীক ভট্টাচার্যের গলায়। তাঁর দাবি, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয় ঘটছেই। পৃথিবীর কোনও শক্তি মমতা বন্দ্য়োপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করতে পারবে না বলে ঘোষণা করলেন তিনি। পশ্চিমবঙ্গকে 'সোনার বাংলা' হিসেবে গড়ে তুলতে চাইলে, বিজেপি ছাড়া অন্য উপায় নেই বলেও জানালেন। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola