Sukanta Majumdar: 'ভূতের মুখে রাম নাম', কাকে কটাক্ষ করলেন সুকান্ত? ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: 'এসএসসি কেলেঙ্কারির জন্য ইডি পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে', 'নিট কেলেঙ্কারির জন্য কেন ধর্মেন্দ্র প্রধানকে গ্রেফতার করা হবে না?','এই বৈষম্য কেন হবে?', ধর্মতলার সভা থেকে বিজেপিকে নিশানা অভিষেকের, 'মানুষ যদি আশানুরূপ পরিষেবা না পেয়ে থাকেন, তাহলে ব্যবস্থা নেব', 'পুরসভার চেয়ারম্যান থেকে পঞ্চায়েতের সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নেব', 'এখন থেকে ২০২৬-এর লড়াই এখন থেকে শুরু করতে হবে','পুরসভা, পঞ্চায়েত ভোটে দল এবার কাজ দেখে টিকিট দেবে','বিধানসভা, লোকসভা ভোটে লড়াই দেখে এবার টিকিট দেওয়া হবে', 'বিজেপির কাছে সিবিআই, ইডি, অর্থ আছে, তৃণমূলের আছে জনগণের শক্তি', '২০১৪ থেকে সিবিআই-ইডিকে ব্যবহার করে তৃণমূলকে ছোট করতে চেয়েছে', 'কিন্তু বিজেপি নেতার আসলে বাংলাকে ছোট করেছে', ২১-র সভা থেকে মন্তব্য অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের। 'ভূতের মুখে রাম নাম', কাকে কটাক্ষ করলেন সুকান্ত? 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram