Sukanta Majumder:মুখ্যমন্ত্রী কলকাতাকে লন্ডন বানাতে না পারলেও লন্ডনকে কলকাতা বানিয়ে দিয়েছেন: সুকান্ত
ABP Ananda LIVE : BJP-র মিছিলে ধুন্ধুমার, বিবি গাঙ্গুলি স্ট্রিটে উত্তেজনা। ব্যারিকেড দিয়ে বিবি গাঙ্গুলি স্ট্রিটে মিছিল আটকাল পুলিশ। বিজেপি মহিলা মোর্চার মিছিলে বাধা পুলিশের। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি। আবগারি দফতরের নিয়োগ বিজ্ঞপ্তির প্রতিবাদে বিজেপির প্রতিবাদ। কেন পানশালা, নাইট ক্লাবে কাজ করবেন মহিলারা? প্রশ্ন তুলে পথে বিজেপি।সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিল। 'মুখ্যমন্ত্রী কলকাতাকে লন্ডন বানাতে না পারলেও লন্ডনকে কলকাতা বানিয়ে দিয়েছেন', আক্রমণে সুকান্ত
Humayun Kabir: 'বারুইপুরে তৃণমূল ট্রেলার দেখিয়েছে, মুর্শিদাবাদে আসল নাটক মঞ্চস্থ হবে', ফের শুভেন্দুকে চ্যালেঞ্জ হুমায়ুনের
বিধানসভা ভোটের অনেক আগে থেকেই রাজ্য রাজনীতিতে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর। একে অপরকে উদ্দেশ্য করে চলছে হুমকি-পাল্টা হুমকি, চমকি-ধমকি সবই। এই আবহেই সম্প্রতি হুঁশিয়ারি-পাল্টা হুঁশিয়ারিতে জড়ান শুভেন্দু অধিকারী ও হুমায়ুন কবীর। ফের শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়লেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। 'বারুইপুরে ট্রেলার দেখিয়েছিলাম, মুর্শিদাবাদে আসল নাটক মঞ্চস্থ হবে', বলে হুঁশিয়ারি দিলেন তিনি। শুধু তা-ই নয়, 'শুভেন্দুর বারুইপুর অভিযান সুপার ফ্লপ' বলেও কটাক্ষ করেন তিনি।