
Suvendu Adhikari: মমতা বন্দ্য়োপাধ্য়ায় সুনীতা উইলিয়ামসকে সুনীতা চাওলা বলেছেন দাবি শুভেন্দুর
ABP Ananda Live: সুনীতা উইলিয়ামসের নাম বলতে গিয়ে ভুল, আর তাই নিয়ে তরজা। মমতা বন্দ্য়োপাধ্য়ায় সুনীতা উইলিয়ামসকে সুনীতা চাওলা বলেছেন বলে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেনদু অধিকারী! কিন্তু মুখ্য়মন্ত্রীকে কটাক্ষ করতে গিয়ে তিনিও আবার নাম বিভ্রাটে জড়ালেন!পাশাপাশি আজ মুখ্য়মন্ত্রী দাবি করলেন সুনীতাকে ভারতরত্ন দেওয়া হোক। পাল্টা বিজেপির শমীক ভট্টাচার্য় বললেন, আগে কন্য়াশ্রী সামলান!
বিধানসভা ভোটের আগে মালদার চাঁচলে তৃণমূলে গৃহযুদ্ধ!
বিধানসভা ভোটের আগে মালদার চাঁচলে তৃণমূলে গৃহযুদ্ধ! দলের বিধায়কের বিরুদ্ধে অভিযোগে সোচ্চার তাঁরই বিধানসভা এলাকার তৃণমূলের দুই ব্লক সভাপতি। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠিও পাঠিয়েছেন তাঁরা। দলীয় সংগঠনকে অন্ধকারে রেখে ইচ্ছেমতো দল চালানো অভইযোগ বিধায়ক নীহাররঞ্জন ঘোষের বিরুদ্ধে। বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে দলকে বদনাম করার চেষ্টা করছেন দুই ব্লক সভাপতি, পাল্টা অভিযোগ বিধায়কের।তৃণমূলের ভাগ-বাঁটোয়ারার লড়াই, কটাক্ষ করেছে বিজেপি।