BJP News: 'মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প তাড়িয়েছেন, চাকরি খেয়েছেন, ২০২৬ সালে তৃণমূল', আক্রমণ শুভেন্দুর

Continues below advertisement

ABP Ananda Live: 'বাংলার সরকার পুলিশকে অপব্যবহার করছে'। 'রামনবমীর মিছিলে হামলায় হাইকোর্টে গেছিলাম, এনআইএ তদন্ত হয়েছে'। 'ভাগাভাগির রাজনীতি করে তৃণমূল কংগ্রেস'। 'মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প তাড়িয়েছেন, চাকরি খেয়েছেন, ২০২৬ সালে তৃণমূল। ক্ষমতায় এলে হিন্দুরা শেষ হয়ে যাবে'। 'রাজনীতির নামে বিভক্ত হবেন না, বিভক্ত হলে পশ্চিমবাংলার কাশ্মীরের মতো অবস্থা হবে'। 'পশ্চিমবাংলায় জনবিন্যাস বদলে যাচ্ছে'। 'ভারতীয়দের নিয়ে কোনও সমস্যা নেই'। 'ভোটব্যাঙ্কের জন্য পশ্চিমবাংলাকে বাংলাদেশ-২ করতে চান মুখ্যমন্ত্রী'। 'বাংলাদেশের মুসলমান এসে পশ্চিমবাংলার জনবিন্যাস বদলে দিয়েছে'। 'পশ্চিমবাংলার ৯টি জেলা হাতের বাইরে চলে গেছে'। 'এসআইআর স্বাধীনতার পর ৮ বার হয়েছে, শেষবার ২০০২ সালে'। '২০০২ সালে এসআইআর হওয়ার পর ২৬ লক্ষ ভোটার বাদ গেছে'।

 

'হেভিয়েস্ট কমিউনিকেশন স্যাটেলাইট'- এর সফল উৎক্ষেপণ ইসরোর, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল ISRO। নতুন স্যাটেলাইটের নাম CMS-03 বা 'বাহুবলী'। শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছে এই স্যটেলাইটের। দেশের সবচেয়ে ভারী কমিউনিকেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ইসরো। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের একের পর এক সাফল্যের তালিকায় জুড়ল আরও একটি নাম। দেশের সবচেয়ে ভারী কমিউনিকেশন স্যটেলাইট CMS-03, যার নাম বাহুবলী দেওয়া হয়েছে, সেটি লঞ্চ করা হয়েছে LVM3-M5 রকেটের সাহায্যে। রবিবার ২ নভেম্বর বিকেল ৫টা ২৬ মিনিটে শ্রীহরকোটা থেকে সফল উৎক্ষেপণ হয়েছে। ভারতের মাটি থেকে ইসরোর এই ভারী স্যাটেলাইট লঞ্চের সাফল্য বুঝিয়ে দিচ্ছে যে ভারী জিনিস সফল ভাবে উৎক্ষেপণের দিকে আরও একধাপ অগ্রসর হয়েছে আমাদের দেশ। স্বয়ংসম্পূর্ণ হচ্ছে ভারত। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola