Suvendu Adhikari :'দক্ষিণ ২৪ পরগনায় রোহিঙ্গারা ঢুকে জমি দখল করছে ', অনুপ্রবেশ প্রসঙ্গে সরব শুভেন্দু
ABP Ananda LIVE : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এখনও একবছর বাকি থাকলেও, নরেন্দ্র মোদি, অমিত শাহরা এসে ভোটের সুর বেঁধে দিয়ে গিয়েছেন ইতিমধ্যেই। সেই আবহেই এবার ২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়বে বলে ঘোষণা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একজোটে তৃণমূলকে হারানোর ডাক দিলেন তিনি। এখন তৃণমূল সরকার যেমন 'লক্ষ্মীর ভাণ্ডারে' ৫০০-১০০০ টাকা দিচ্ছে, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে প্রথম মাসেই অ্যাকাউন্ডে ৩০০০ টাকা ঢুকবে বলে জানান শুভেন্দু। (Suvendu Adhikari)। রবিবার ন্যাজাটের সভা থেকে তৃণমূল সরকারকে উৎখাত করার ডাক দেন শুভেন্দু। বিশেষ করে হিন্দু ভোট ভাগ হতে দেওয়া যাবে না বলে জানান। শুভেন্দুর বক্তব্য, "সন্দেশখালি ৭০০ ভোটে লিড দিয়েছে বিজেপি-কে। নিশ্চিন্ত থাকুন, শাহজাহানের দাদাগিরিকে অতীত করেছি, অতীতই থাকবে। কাদের মোল্লা, যে গর্তেই তুমি থাকো না কেন, টেনে বের করে এনে আইনের সাজা দেব। সবাই লড়াইয়ের জন্য তৈরি তো! হ্যালো ডব্লিউ বি, বাই বাই TMC. ওদের হটাতে হবে। জোট বাঁধুন, তৈরি হোন। ভাগ হবেন না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তফসিলি জাতি-উপজাতি ভাগ হবেন না।" (West Bengal BJP)