BJP News : সপ্তাহের শুরুতে ফের উত্তপ্ত বিধানসভা। মুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরে বিক্ষোভ বিজেপি বিধায়কদের
ABP Ananda LIVE : সপ্তাহের শুরুতে ফের উত্তপ্ত বিধানসভা। মুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরে বিক্ষোভ বিজেপি বিধায়কদের।কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে মুখ্যমন্ত্রীর বলার সময় বিক্ষোভ।বিক্ষোভের পর সাসপেন্ড বিজেপি বিধায়ক মনোজ ওরাওঁ।প্রতিবাদে ওয়াক আউট বিজেপি বিধায়কদের।ন্যায্য কিছু নিয়ে বলতে গেলেই সাসপেন্ড, অভিযোগ বিজেপির।মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় প্রশ্ন করেন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় ।আপনি কী করেন, সব জানি, উত্তেজিত হয়ে বিধানসভায় বলেন মুখ্যমন্ত্রী, খবর সূত্রের।কাউন্সিলের ভোটে আপনি হারেন, শঙ্কর ঘোষকে বলেন মুখ্যমন্ত্রী, খবর সূত্রের।
অনিকেত মাহাতোর মামলায় রাজ্যের রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের
আর জি কর আন্দোলনের ৩ চিকিৎসকের পোস্টিং মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ আদালতের। ৩ চিকিৎসককে পোস্টিংয়ের সিদ্ধান্ত বা পদ্ধতির ন্যায্যতা প্রমাণ করবেন কীভাবে? রাজ্যকে প্রশ্ন বিচারপতি বিশ্বজিৎ বসুর।
'আমার বিরুদ্ধে যেন কোনও শাস্তিমূলক পদক্ষেপ না নেওয়া হয়। আর মামলা চলাকালীন যেন আর.জি কর হাসপাতালেই কাজ করতে দেওয়া হয়', সওয়াল চিকিৎসক অনিকেত মাহাতোর আইনজীবীর। পোস্টিং কি মেধা ভিত্তিক হয়? নাকি যাকে যেখানে পছন্দ সেখানে পাঠিয়ে দেওয়া হয়? প্রশ্ন বিচারপতি বিশ্বজিৎ বসুর। 'আদালত আশা করে আগামী সোমবার পর্যন্ত অনিকেত মাহাতোর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করবে না রাজ্য', মৌখিক পর্যবেক্ষণে জানালেন বিচারপতি বিশ্বজিৎ বসু।