BJP News: বিজেপি কর্মী অভিজিৎ সরকারের হত্যার চার্জশিটে কাদের নাম উল্লেখ করল CBI?
ABP Ananda Live: ২০২১-এর বিধানসভা ভোটের ফল ঘোষণার পর, বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের মামলার চার্জশিটে ১ বিধায়ক এবং ২ কাউন্সিলরের নাম উল্লেখ করল সিবিআই
বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল, কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট দিল সিবিআই। সিবিআই সূত্রে দাবি, এই খুনের মামলায় ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে তাঁদের।
বছর ঘুরলেই বিধানসভা ভোট। ফের একবার বঙ্গ দখলের স্বপ্ন দেখছে বিজেপি।আর সেই ভোট পরিচালনার গুরুদায়িত্ব শমীক ভট্টাচার্যের ওপরই দিলেন নরেন্দ্র মোদি- শাহরা। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপির ব্যাটন রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের হাতে তুলে দিল কেন্দ্রীয় নেতৃত্ব। আজ, বৃহস্পতিবার আনুষ্ঠানিক ঘোষণা হবে। আগামী দিনে কীভাবে এগিয়ে নিয়ে যাবেন দলকে, জানালেন রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। তিনি বলেন, "সভাপতি পদটা বহমানতা। তিন বছর অন্তর অন্তর পরিবর্তন হয়। এটা পুরোটাই টিম গেম। পার্টি সঙ্ঘবদ্ধ। পরাজয় নিশ্চিত জেনেও ৮০-র দশকে যাঁরা পোস্টার লাগিয়েছেন, স্ট্রিট কর্নার করেছিলেন ব্যক্তিগত ফিক্সড ডিপোজিট ভেঙে নির্বাচনে নেমেছিলেন জমানত বাজেয়াপ্ত হবে এটা জানার পরেও। তাঁরা সবাই বিজেপিকে একযোগে নামবেন। এই মুহূর্তে আর কোনও রাজনৈতিক দলের হাতে পশ্চিমবঙ্গের ভবিষ্য়ত নেই। ২০২৬-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। মানুষ বাঁচতে চায়। বাংলা বাঁচতে চায়। পশ্চিম বাংলাদেশ যাতে না হয়ে যায় তার জন্য মানুষ সচেতন। এই নির্বাচনটা মানুষই লড়বেন।''