BJP: 'কোথায় কেষ্ট মণ্ডল ?', খোঁচা শুভেন্দুর
গরুপাচার মামলায় গ্রেফতা হয়ে দিল্লির তিহাড় জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। তাঁর অনুপস্থিতিতে বীরভূমে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhiakri)। পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) আগে বীরভূম থেকে তৃণমূল (TMC) হটানোর ডাক তুললেন তিনি। একই সঙ্গে জেলবন্দি অনুব্রতকে তীব্র কটাক্ষ করেছেন শুভেন্দু। 'বীরভূমের বীর কোথায়', প্রশ্ন তুলেছেন। রবিবার বীরভূমের মুরারইয়ে জনসভা করেন শুভেন্দু (BJP)। সেখান থেকেই একনাগাড়ে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যান। সরাসরি অনুব্রতকে নিশানা করে বলেন, "কোথায় কেষ্ট মণ্ডল? বীরভূমের বীর কোথায়? কেষ্টবাবু কোথায় এখন? চড়াম চড়াম ঢাকের আওয়াজ, নকুলদানা, উন্নয়ন দাঁড়িয়ে আছে, মনোনয়ন জমা দিতে দেব না, গুড় বাতাসা খাওয়াব বলা কেষ্ট মণ্ডল কোথায়? কেষ্টর নিচে যাঁরা কাজ করতেন, সেই বিনয় ঘোষ, ভগৎভাই, আসগর আলি, আর এক আলি, এই চারটে বড় চোর এখানকার। আরও আছে কি?"