Paschim Medipur: ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের নামে নিখোঁজ পোস্টার বিজেপির
Dev : ঘাটালের রাস্তায় চলছে নৌকা। ঘাটাল পুরসভার ১৭টি ওয়ার্ডের মধ্যে ১৩টিই প্লাবিত। পরিস্থিতি সরেজমিনে কাল যাচ্ছেন তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। আর তার ঠিক আগেই ঘাটালের তৃণমূল সাংসদের নামে নিখোঁজ পোস্টার দিল বিজেপি। ঘাটাল ও খড়ার পুর এলাকার বেশ কিছু জায়গায় লাগানো হল এই পোস্টার। সেখানে দেবের ছবির উপরে লেখা আছে নিখোঁজ। পাশাপাশি, ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্য দেড় হাজার কোটি টাকা বরাদ্দ করলেও, তা কার্যকর না হওয়ায় রাজ্য সরকারের কাছে জবাব চাওয়া হয়েছে। এই নিয়ে প্রতিক্রিয়ার জন্য যোগাযোগ করা হলেও ফোন ধরেননি দেব। তবে বিজেপিকে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল নেতৃত্ব।