BJP Protest: তিলপাড়া ব্যারেজ নিয়ে দুর্নীতির অভিযোগ, SP অফিসের সামনে বিক্ষোভ বিজেপির

ABP Ananda LIVE: তিলপাড়া ব্যারেজ নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিজেপি। রবিবার সিউড়ি থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি নেতা-কর্মীরা। শনিবার বিজেপির বিক্ষোভকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি হয়।  বিজেপির বিরুদ্ধে পাল্টা আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল।

 

এবার বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা তকমা ! কী বললেন কুণাল ঘোষ ?

বাংলা ভাষাকে 'বাংলাদেশি' ভাষার তকমার অভিযোগ, দিল্লি পুলিশকে নিশানা মুখ্যমন্ত্রীর।'কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন দিল্লি পুলিশ বাংলাকে বাংলাদেশি ভাষা বলছে!'।'যে ভাষায় জাতীয় সঙ্গীত, সেই ভাষাকেই বাংলাদেশি ভাষার তকমা'।এটা অপমানজনক, দেশ ও সংবিধান বিরোধী, এক্স পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের ।'এই বাংলা বিরোধী সরকারের বিরুদ্ধে সবাই পথে নামুন'। 'বাঙালিদের অপমান করতে এই ধরনের অসাংবিধানিক ভাষার ব্যবহার'। বাংলা ভাষাকে 'বাংলাদেশি' ভাষার তকমার অভিযোগ, এবার সোচ্চার অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ধৃতদের থেকে উদ্ধার নথি, তর্জমা করতে অনুবাদক চেয়ে বঙ্গভবনে চিঠি পুলিশের। 'বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থার পর এবার বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলছে দিল্লি পুলিশ'। 'এটা কোনও ভুল নয়, বাংলাকে বদনামের পরিকল্পিত চক্রান্ত'। বাংলা ভাষাকে 'বাংলাদেশি' তকমার অভিযোগ, কড়া আক্রমণ ব্রাত্যর।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola