Rakesh Singh: প্রদেশ কংগ্রেস দফতরে ভাঙচুরকাণ্ডে এখনও অধরা রাকেশ, গ্রেফতার ৩
ABP Ananda LIVE : বিহারে কটূক্তি, বিধানভবনে হামলা। রাকেশ সিংহর বাড়ি গিয়ে খোঁজ পেল না পুলিশ।অস্ত্র আইন-সহ একাধিক ধারায় ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা। ধৃত ৩। অধরা রাকেশ, গ্রেফতার ৩। প্রদেশ কংগ্রেস দফতরে ভাঙচুরকাণ্ডে রাকেশের বাড়িতে পুলিশ । বাড়িতে গিয়েও খোঁজ মেলেনি বিজেপি নেতা রাকেশ সিংহ।শুক্রবারই বিজেপি নেতার FIR , আজ রাজেশ সিংহর বাড়িতে পুলিশ। অস্ত্র আইন-সহ একাধিক ধারায় এন্টালি থানায় মামলা দায়ের।প্রদেশ কংগ্রেস দফতরে হামলা, প্রতিবাদে মিছিল কংগ্রেসের। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে মৌলালি পর্যন্ত মিছিল। মৌলালি মোড়ে অবরোধ কর্মসূচি প্রদেশ কংগ্রেসের।
প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, প্রদেশ কংগ্রেস দফতর বিধানভবনেও ভাঙচুর। সকাল সাড়ে ১১ নাগাদ গন্ডগোলের সূচনা। বিধানভবনের ভিতরে ঢুকে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গের পোস্টার-ব্যানার ছেঁড়া হয়েছে বলে অভিযোগ। কংগ্রেস নেতাদের ছবিতে কালি লাগিয়ে দেওয়ার অভিযোগ। অভিযোগ উঠেছে বিজেপি নেতার রাকেশ সিংয়ের বিরুদ্ধে।
প্রদেশ কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ বিজেপি নেতা রাকেশ সিং সোশাল মিডিয়ায় লাইভ করতে করতে বিধান ভবনে ঢুকে হামলা চালান। সঙ্গে ছিলেন প্রায় জনা তিরিশেক অনুগামী। কংগ্রেস সূত্রে দাবি, বিধানভবনে তখন হাতে গোনা কয়েকজন কর্মী সমর্থক ছিলেন। মূল গেট ছিল খোলা। কংগ্রেসের অভিযোগ, রাকেশ সিং সদলবলে ভিতরে ঢুকে প্রথমে তাঁদের নেতানেত্রীদের ছবিতে তাণ্ডব চালান। এরপর বিধানভবনের মেন গেটের বাইরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। সেই সময় বিধান ভবনের ভিতরে থাকা কংগ্রেস কর্মীরা মেন গেট বন্ধ করে দিতে গেলে, পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার প্রতিবাদে প্রদেশ কংগ্রেসের নেতা কর্মী সমর্থকরা এন্টালি থানার সামনে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, বিধানভবন থেকে মাত্রা ১০০ মিটার দূরে এন্টালি থানা। অথচ পুলিশ এসেছে খবর পাওয়ার প্রায় ৪৫ মিনিট পর।