BJP News:খগেন মুর্মুর ওপর হামলা,আদিবাসী সমাজের ওপর আঘাতের অভিযোগ,২৬-র আগে আদিবাসী আবেগে শান বিজেপির
ABP Ananda Live: খগেন মুর্মুর ওপর হামলা থেকে আদিবাসী সমাজের ওপর আঘাতের অভিযোগ। ছাব্বিশের আগে আদিবাসী আবেগে শান বিজেপির।২৬-এর ভোটের আগে, তুরুপের তাস আদিবাসী ভোট ব্যাঙ্ক। মালদার সাংসদ খগেন মুর্মুর ওপর আঘাত, গোটা আদিবাসী সমাজের ওপর আঘাত। এই অভিযোগ সামনে রেখে কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করল বিজেপি। ধামসা-মাদলস তির-ধনুক-টাঙ্গি নিয়ে মিছিলে সামিল হন বিভিন্ন জনজাতির নেতা-কর্মী-সমর্থকরা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
হয় ড্রেজিং করুন, নয় ফরাক্কা বাঁধ ভেঙে দিন, বন্যা নিয়ে DVC-কে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর। মেঘ ভাঙা বৃষ্টিতে কলকাতার ডুবে যাওয়া হোক কিংবা, উত্তরবঙ্গ বিপর্যয়। মুখ্যমন্ত্রীর নিশানায় বরাবরই ছিল DVC. আর বুধবার, দার্জিলিং-এর প্রশাসনিক সভা থেকে সরাসরি ড্যামের প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন তুলে দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, "ড্রেজিং যদি না করো, তাহলে ড্যামের প্রয়োজন নেই, ভেঙে দাও ড্যাম। নদীকে নিজের মতো যেতে দাও, আসতে দাও।" মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী কটাক্ষের সুরে বলেছেন, "রক্ষণাবেক্ষণের জন্য কেন্দ্রের কাছে রাজ্য দাবি জানাতেই পারেন, কিন্তু বাঁধ ভেঙে দিয়ে মুখ্যমন্ত্রী কী বিপ্লব করবেন জানা নেই।" এদিন উত্তরবঙ্গ বিপর্যয় নিয়েও ডিভিসি-কে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেছেন, "২০ বছর ধরে DVC কোনও ড্রেজিং করে না। যার ফলে পশ্চিমবঙ্গ, বিহার ভুক্তভোগী হয় প্রতি বছর।" যার পাল্টা জবাব দিয়েছে বিজেপি।