BJP Protest: অবশেষে ভবানী ভবনের ভিতরে বিজেপির প্রতিনিধি দল | ABP Ananda Live

ABP Ananda Live: অবশেষে ভবানী ভবনের ভিতরে বিজেপির প্রতিনিধি দল। DGP-র কাছে অভিজ্ঞতা জানাবেন মুর্শিদাবাদের ঘরছাড়ারা। বিকেল ৫টা থেকে সন্ধে ৭.২২ পর্যন্ত ধর্না বিজেপির। মুর্শিদাবাদের ঘরছাড়াদের নিয়ে DGP-র কাছে বিজেপি।

'মহিলাদের ধর্মান্তরণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে'। আধঘণ্টা ঠায় ভবানী ভবনের সামনে দাঁড়িয়ে সুকান্ত। বাংলার পরিস্থিত ভয়াবহ'। 'মুর্শিদাবাদ গেলেও আক্রান্তদের কাছে যাননি DGP। মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও রাজ্যের মহিলারা আক্রান্ত'।বললেন সুকান্ত।

 

মুর্শিদাবাদে ওয়াকফ বিরোধী অশান্তি নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মামলা যখন আদালতে বিচারাধীন, সেই সময় এমন হিংসা ঠিক নয় বলে মন্তব্য করল শীর্ষ আদালত। মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে প্রধান বিচারপতি সঞ্জীব খন্না বলেন, "অশান্তি নিয়ে আমি চিন্তিত, উদ্বিগ্ন।" ওয়াকফ নিয়ে শুনানিতে CJI জানান, সংবিধানের ২৬ নং ধারা ধর্মনিরপেক্ষতার কথা বলে। এটা সব সম্প্রদায়ের জন্য প্রযোজ্য। (Murshidabad Waqf Protests)

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola