7:30tae Saradin:রেড রোডে ধর্নামঞ্চ থেকে চোর স্লোগান লেখা টি শার্ট পরে প্রতিবাদ BJP-র।ABP Ananda Live
রেড রোডে ধর্নামঞ্চ থেকে চোর স্লোগান লেখা টি শার্ট পরে প্রতিবাদ বিজেপির। তৃণমূল নেতা-মন্ত্রীদের গাড়ি লক্ষ্য করে উঠল চোর স্লোগান।
চোর স্লোগান লেখা টি শার্ট। শুভেনদু অধিকারী-সহ বিজেপি বিধায়কদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর চেয়ারকে অসম্মানের অভিযোগে থানায় অভিযোগ দায়ের করল তৃণমূল। বাংলার মানুষের ভাবাবেগে আঘাত, অভিযোগকে এফআইআর হিসেবে বিবেচনা করার দাবি তৃণমূলের।
লোকসভার অধিবেশনে হাজির মহুয়া। তালিকায় থাকলেও জমা পড়ল না এথিক্স কমিটির রিপোর্ট।
Tags :
Protest Bangla News ABP Ananda LIVE Kolkata ABP Ananda Digital ABP Ananda Live Tv Bengali ABP Ananda Bengali News Youtube ABP Ananda Youtube Bengal Politics Bengali Latest News - Bengali News /West Bengal ABP Ananda Youtube Channel