BJP : আলুর ঝুড়ি মাথায় নিয়ে বিধানসভায় বিজেপির বিক্ষোভ | ABP Ananda Live
BJP: ন্যূনতম সহায়ক মূল্য (msp) বাড়িয়ে আলু কিনতে হবে রাজ্যকে। এই দাবিতে এবার বিধানসভায় (Assembly) সরব হলেন বিজেপি বিধায়করা (BJP)। বিক্ষোভ দেখালেন আলুর ঝুড়ি মাথায় নিয়ে। তাঁদের দাবি, বাংলায় আলুচাষিদের (Potato Farmers) অবস্থা অত্যন্ত সঙ্কজনক। যদিও তৃণমূলের দাবি (TMC), বিজেপি সঠিক তথ্য দিচ্ছে না। জঙ্গল কেটে আবাসন তৈরির অভিযোগেও সরব হন বিজেপি বিধায়করা। এই অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mallick)।