Rahul Sinha: 'বাংলায় গণতন্ত্র নেই, তাই অনুমতি দেয়নি পুলিশ', আক্রমণ রাহুল সিনহার | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: 'এখানে কোথাও একটা মিছিল করতে গেলে হাইকোর্টের (Calcutta High court) অনুমতি নিতে হচ্ছে। সারা দেশে কোথাও এজিনিস আছে? একটা মিছিল করতে গেলে প্রধান বিরোধী দলকে আদালতের অনুমতি নিতে হচ্ছে। বাংলায় গণতন্ত্র নেই, তাই অনুমতি দেয়নি পুলিশ', আক্রমণ রাহুল সিন্হার(rahul sinha)।

বেলাগাম বিদ্যুতের বিল, প্রতিবাদে পথে বিজেপি ।মুরলীধর সেন লেন থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত মিছিল।বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদ বিজেপির CESC অভিযান। হাইকোর্টের অনুমতি নিয়ে পথে নামল বিজেপি। 'ভোট চুরি করে নিশীথ প্রামাণিককে হারানো হয়েছে'। 'ছাপ্পা ভোটে ডায়মন্ড হারবারে জিতেছে তৃণমূল'। 'বাড়তি বিল প্রত্যাহার করতে হবে, না হলে করাতে জানে বিজেপি'। বেলাগাম বিদ্যুৎ নিয়ে CESC-কে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর । একচেটিয়া ব্যবসা ভাঙবে, আসছে বিল, হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর । বিদ্যুতে CESC-র একচেটিয়া ব্যবসা নিয়ে আক্রমণে শুভেন্দু অধিকারী । ১৫ অগাস্ট পর্যন্ত CESC-কে টাইম দিয়ে গেলাম: শুভেন্দু অধিকারী । সোমবার থেকে ভিক্টোরিয়া হাউসের সামনে অবস্থানে অবস্থানের ঘোষণা ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola