BJP : বিজেপির নবান্ন অভিযান, বন্ধ থাকতে পারে একাধিক রাস্তা। Bangla News
কাল বিজেপির নবান্ন অভিযান, কলকাতার একাধিক রাস্তায় কড়াকড়ি। বিজেপির নবান্ন অভিযান, বন্ধ থাকতে পারে হাওড়া ব্রিজ-দ্বিতীয় হুগলি সেতু। সকাল ১১-বিকেল ৩: এনসি স্ট্রিট, কলেজ স্ট্রিট এড়ানোর পরামর্শ। কলেজ স্ট্রিট, এনসি স্ট্রিটের বদলে লেনিন সরণি-মৌলালি-এজেসি বোস রোড। বেলা ১২টা থেকে বন্ধ থাকতে পারে আমহার্স্ট স্ট্রিট হয়ে এমজি রোডের একাংশ। এমজি রোডের বদলে এপিসি রোড, শিয়ালদা উড়ালপুল ব্যবহারের পরামর্শ। বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হাওড়া ব্রিজ এড়ানোর পরামর্শ পুলিশের। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতু এড়ানোর পরামর্শ।
Tags :
BJP ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda BanglaNews NabannaAbhijan RoadBlock