BJP Rally: 'আজ থেকেই TMC সরকারে শেষের শুরু', হুঙ্কার BJP নেতা জ্যোর্তিময় সিং মাহাতোর।Bangla News

Continues below advertisement

আজ থেকে ঠিক এক বছর আগে বাংলার কালো দিন শুরু হয়েছিল। দীর্ঘ দশ বছর ধরে ‌যে সরকার রয়েছে সে আগেই পশ্চিবঙ্গের ভবিষ্যৎ অন্ধকার করে ফেলেছে। তবে গত এক বছর ধরে রাজ্যে ‌যে হারে খুন, ধর্ষণ বেড়েছে, এবং ২০২১ এর বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর থেকেই বিজেপির কা‌র্য কর্তাদের ওপর অত্যাচার করা হয়েছে তার আজ বর্ষপূর্তি। তাই আজ আমরা শপথ নিয়েছি ‌যে আজ থেকেই তৃণমূল সরকারে শেষের শুরু। বললেন বিজেপি (BJP) নেতা জ্যোর্তিময় সিং মাহাতো।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram