Post Poll Violence: রাজ্যে ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে আসছে বিজেপির কেন্দ্রীয় টিম | ABP Ananda LIVE

ABP Ananda: রাজ্যে ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে আসছে বিজেপির কেন্দ্রীয় টিম। হিংসা পরিস্থিতি পর্যালোচনায় কেন্দ্রীয় টিম গঠন করলেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা। টিমে আছেন ৪ সাংসদ বিপ্লব কুমার দেব, রবিশঙ্কর প্রসাদ, ব্রিজলাল এবং কবিতা পতিদার। পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনও রাজ্যে, ভোট পরবর্তী হিংসার খবর নেই, অভিযোগ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বর। 

খাস কলকাতায় চলল গুলি। মির্জা গালিব স্ট্রিটে চলল গুলি, গুলিবিদ্ধ ১ জন। হাসপাতালে ভর্তি করা হয়েছে গুলিবিদ্ধ ব্যক্তিকে। শ্যুটআউটের তদন্তে পার্ক স্ট্রিট থানার পুলিশ ও লালবাজারের গুন্ডাদমন শাখা

গতকাল রাতে পার্কস্ট্রিট এবং মির্জা গালিব স্ট্রিটের সংযোগস্থলে অশান্তি শুরু হয়। আশেপাশে দোকান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা শুরু হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের একাংশ জানাচ্ছেন, ওই এলাকায় ৭০-৮০ জন চলে এসেছিল আশেপাশের এলাকা থেকে। রাত সাড়ে-১২টা নাগাদ এই ঘটনা ঘটেছে বলে দাবি। ওই সময়েই ঝামেলার মাঝে গুলি চালিয়ে পালিয়ে গিয়েছে। পুলিশ এখানকারই বাড়ি থেকে গাড়িচালক এক ব্য়ক্তিকে তুলে নিয়ে গিয়েছে বলে দাবি, যিনি নির্দোষ। স্থানীয় বাসিন্দার দাবি, ছোট একটি ঝামেলা থেকে এতদূর ঝামেলা গড়ায়। শনিূবার দুপুর ১২টা পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।   

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola