Morning Headlines 19 September: নবান্ন অভিযানে আহত কর্মীদের দেখতে এসে বিস্ফোরক বাংলায় বিজেপির সহ পর্যবেক্ষক
নবান্ন অভিযানে আহত কর্মীদের দেখতে এসে বিস্ফোরক বাংলায় বিজেপির সহ পর্যবেক্ষক।
নবান্ন অভিযানে পুলিশের গাড়িতে আগুন, পলাতক বেলডাঙার বিজেপি কাউন্সিলরের ছেলে ও সঙ্গীর খোঁজে কোচবিহারে তল্লাশি লালবাজারের। সঙ্গীও বিজেপি কর্মী, দাবি পুলিশের।
নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের অভিযোগ। আহত দলীয় কর্মীদের বাড়িতে বিজেপির পর্যবেক্ষক সুনীল বনসল ও সহ পর্যবেক্ষক আশা লাকড়া। শুনলেন অভিযোগ।
দলে দায়িত্ব দিলে পালন করতে হবে। ক্ষোভপ্রকাশ প্রকাশ্যে নয়। আইসিসিআরের বৈঠক থেকে বিক্ষুব্ধদের কড়া বার্তা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের।
নন্দীগ্রামে বিজেপির দখলে ভেকুটিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি। তৃণমূলকে হারিয়ে ১২টির মধ্যে ১১টিতেই জয় গেরুয়া শিবিরের।
সমবায় সমিতির নির্বাচনে রণক্ষেত্র নন্দীগ্রাম। বাঁশ লাঠি নিয়ে বাইক ভাঙচুর। তৃণমূলের অঞ্চল সভাপতিকে মার বিজেপির, পাহারা দিয়ে অঞ্চল অফিস থেকে বার করল পুলিশ।
মালদার রতুয়ায় হাই মাদ্রাসা পরিচালন সমিতির ভোটে বাম-কংগ্রেস জোটের জয়। ৬টি আসনেই হার তৃণমূল প্রার্থীদের। চাঁচলে ভোট ঘিরে ধুন্ধুমার।