Sajal Ghosh: পশ্চিমবঙ্গে এই মারধরের ঘটনাটা কোনও খবর নয়, এটা এখন স্বাভাবিক, দৈনন্দিন ঘটনা: সজল

ABP Ananda LIVE: 'আমি মনে করি না পশ্চিমবঙ্গে(west bengal) এই মারধরের ঘটনাটা কোনও খবর, এটা এখন স্বাভাবিক ঘটনা, দৈনন্দিন ঘটনা। যারা কয়লা, বালি চুরি করেছে তাঁদের বিরুদ্ধে মানুষ কেন রাস্তায় নামছে না? চোরেদেরকে দেখতে পেলেই রাস্তায় ধরে  মারছে', মন্তব্য সজলের(sajal ghosh)।

এবার ভাঙড় থানার ঢিল ছোড়া দূরত্বে চোর সন্দেহে বেধড়ক মারধর। বছর পঞ্চাশের এক ব্যক্তিকে দোকানে বেঁধে বেধড়ক মারার অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে। আজ ভোররাতে ভাঙড় বাজারে ঘটনাটি ঘটে। মৃতের নাম আজগর মোল্লা। স্থানীয়দের দাবি, নৈশ নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কয়েকদিন ধরে ভাঙড় বাজারে চুরির ঘটনা ঘটছিল। অভিযোগ, ওই ব্যক্তিকে চোর সন্দেহে ধরে ফেলে একটি দোকানের সঙ্গে বেঁধে পিটিয়ে মারে স্থানীয়রা। ঘটনাস্থল থেকে ৫০০ মিটার দূরে ভাঙড় থানা। এরপরও দেহ দীর্ঘক্ষণ পড়ে ছিল বলে অভিযোগ উঠেছে। মৃতের পরিবারই দেহ বাড়িতে নিয়ে চলে যায়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola