Samik Bhattacharya: হাসপাতালগুলোর শুধুমাত্র ফেসিয়ালই করা হয়েছে, জীবনদায়ী ওষুধ দিতে পারছে না:শমীক

Continues below advertisement

ABP Ananda Live: 'যেখানে যত নিষিদ্ধ, যেখানে যত আবর্জনা আর এখমাত্র আশ্রয়স্থল হচ্ছে পশ্চিমবঙ্গ। স্বাভাবিকভাবেই যে সরকার শুধুমাত্র ফেসিয়াল করেছেন হাসপাতালগুলিকে নীল-সাদা রং করে, সুপার স্পেশালিটি হাসপাতালগুলি তৈরি করেছেন যাদের কাজ হচ্ছে কলকাতা চিকিৎসা দেওয়া, জীবনদায়ী ওষুধ দিতে পারছে না, যেখানে সন্ধ্যে ৬টার পর কোনও জেলা হাসপাতালগুলিতে এক্স রে করা যাচ্ছে না সেক্ষেত্রে সেখানে তো এই ধরনের ব্যবস্থা চলবেই', আক্রমণ শমীকের। 

 

শুধু আব্বাস নয়, জেলে আরও মগজধোলাই জঙ্গি তারিকুলের! বহরমপুর জেলে আর কাদের মগজধোলাই খাগড়াগড়ের JMB জঙ্গির?জঙ্গি কার্যকলাপ বাড়াতেই কি বহরমপুর জেলে স্থানান্তরের আবেদন? 'বাংলাদেশ থেকে কাছে, বাড়ির লোকেদের সুবিধের দাবি জানিয়ে আবেদন'। প্রেসিডেন্সি জেল থেকে বহরমপুর জেলে পাঠানোর আবেদন করেছিল তারিকুল। 'কিন্তু, পরিবারের সঙ্গে সাক্ষাৎ নয়, আসল টার্গেট ছিল জঙ্গি-কার্যকলাপ বৃদ্ধি', JMB-র তারিকুলের বক্তব্যে অনেক অসঙ্গতি, দাবি বেঙ্গল STF সূত্রে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram