Samik Bhattachrya: 'অধীর চৌধুরী একজন সঠিক খেলোয়াড়, কিন্তু ভুল দলের হয়ে খেলছেন', মন্তব্য শমীকের

Continues below advertisement

ABP Ananda LIVE: দলের মধ্য়ে তিনি কোণঠাসা। এই পরিস্থিতিতে, তৃণমূল থেকে বিজেপি, সব দলেই, যেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতিকে নিয়ে 'অধীর-আগ্রহ!' বিজেপির শমীক ভট্টাচার্য (samik bhattacharya)বলছেন, ''অধীর চৌধুরী একজন সঠিক খেলোয়াড়, কিন্তু ভুল পার্টির হয়ে খেলছেন।'' কান্দির তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার আবার অধীর চৌধুরীকে(Adhir Chowdhury) আহ্বান জানাচ্ছেন, মমতা এবং অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের হাত ধরে মুর্শিদাবাদকে (Murshidabad)এগিয়ে নিয়ে যাওয়ার!

স্বাস্থ্য বিমায় ১৮% জিএসটি, তীব্র প্রতিবাদ মুখ্যমন্ত্রীর। 'মানুষের জীবন নিয়ে খেলতে দেব না'।'প্রত্যাহার না করলে আন্দোলনে নামব'। 'জানি, মানুষের জন্য আমার আন্দোলন কখনও বিফলে যাবে না' । স্বাস্থ্য-বিমায় চড়া জিএসটি নিয়ে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়। X হ্যান্ডলে স্বাস্থ্য বিমা থেকে জিএসটি প্রত্যাহারের দাবি । কেন্দ্র জিএসটি প্রত্যাহার না করলে পথে নেমে আন্দোলনের হুঁশিয়ারি । বিমার বাড়তি চাপে ন্যূনতম চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram