TMC toll tax: টোল ট্যাক্স তোলার ক্ষেত্রেও দুর্নীতি করছে তৃণমূল, কটাক্ষ বিজেপির | ABPAnandaLIVE
Continues below advertisement
খয়রাশোলে (Khayrasole) প্রধানমন্ত্রী সড়ক যোজনার (PMGSY) রাস্তায় টোল ট্যাক্স (Toll tax) আদায়ের অভিযোগ। মন্ত্রী চন্দ্রনাথ সিংহর কাছে অভিযোগ এক টোটো চালকের। হজরতপুর থেকে ভীমগড় (Bhimgara) যাওয়ার রাস্তায় নিয়মিত টোল আদায়ের অভিযোগ। পঞ্চায়েত সমিতির সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস চন্দ্রনাথ সিংহর। টোল ট্যাক্স তোলার ক্ষেত্রেও দুর্নীতি করছে তৃণমূল (TMC), কটাক্ষ বিজেপির (BJP)। বিধবা ভাতা এবং বৃদ্ধ ভাতা চেয়েও মন্ত্রীর কাছে দরবার গ্রামবাসীদের।
Continues below advertisement