Saumitra Khan: জয়ের পর পরেই জামাইষষ্ঠী সৌমিত্র খাঁ-র, শ্বশুরবাড়িতে জমিয়ে ভোজ
দলের খারাপ ফলের মাঝেই অটুট গড়। নিজের কেন্দ্র থেকে ফের জয়ী সৌমিত্র খাঁ। জয়ের পর পরেই জামাইষষ্ঠী। সাংসদ জামাইকে ঘিরে সাজ সাজ রব। নিজের রাতে রকমারি রান্না শাশুড়ি করুণা রায় চৌধুরীর। শাক, ৫ ভাঁজা, চিংড়ি, মাংস- কী নেই তাতে। শিলিগুড়িতে শ্বশুরবাড়িতে জমিয়ে ভোজ সৌমিত্রর। সঙ্গে নিয়ে গেলেন মিষ্টি আর উপহার।