Samik Bhattacharya:'সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, যে কোনও মূল্যে সিএএ কার্যকরী হবে', প্রতিক্রিয়া শমীক ভট্টাচার্যের।ABP Ananda LIVE
'দীর্ঘদিন ধরে CAA নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে, কদর্য ভাষায় ছ্যা, ছ্যা, কী, কী বলে...কিন্তু আজকের এই মুহূর্ত এক ঐতিহাসিক মুহূর্ত...আজকের দিনের জন্য আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করেছিলাম। কোভিড-কালের জন্য আমাদের কিছুটা সময় নষ্ট হয়েছে। কিন্তু সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, যে কোনও মূল্যে সিএএ কার্যকরী হবে', এদিন সিএএ কার্যকর হওয়ার বলেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। অন্য দিকে, বিধি কার্যকর হওয়ার বিজ্ঞপ্তি জারির কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, 'কেউ চাকরিবাকরি করছে, কেউ স্কুলে পড়ছে, কেউ জমিজমা কিনে বসতি তৈরি করেছে। সেগুলি কি বৈধ নয়? আইনত প্রশ্ন উঠবে না তো?'
Tags :
HM Amit Shah CAA Citizenship Amendment Act Lok Sabha Election 2024 PM Narendra Modi DISTRICT BJP Spokesperson Samik Bhattacharya