Sukanta Majumder: 'রেল পরিষেবাকে নষ্ট করার জন্য় তৃণমূলের এই কাজ', মুরারই অবরোধে তোপ সুকান্তর
'রেল পরিষেবাকে (Rail Service) নষ্ট করার জন্য় তৃণমূলের এই কাজ', প্যানেলরুম থেকে রেলকর্মীকে বের করে দেওয়ার ঘটনায় তোপ সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)। বীরভূমের (Birbhum) মুরারই স্টেশনে নিত্যযাত্রীদের বিক্ষোভ হাইজ্য়াক করেছে তৃণমূল (TMC)। রেল অবরোধের ঘটনায় শাসকদলের বিরুদ্ধে অভিযোগ তুললেন বিজেপির (BJP) সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা। স্টপেজ বাড়ানো-সহ ১৬ দফা দাবিতে এদিন মুরারই স্টেশনে রেল অবরোধ করেন নিত্যযাত্রীরা। স্টেশন মাস্টারের ঘরে ঢুকে বিক্ষোভ দেখান স্থানীয় তৃণমূল নেত্রী। স্টেশন মাস্টারকে প্যানেল রুম থেকে বের করে দেন তিনি। তার প্রেক্ষিতেই তৃণমূলকে নিশানা করেছে বিজেপি (BJP)। শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 'রেল পরিষেবাকে নষ্ট করার জন্য় তৃণমূলের এই কাজ', প্যানেলরুম থেকে রেলকর্মীকে বের করে দেওয়ার ঘটনায় তোপ সুকান্ত মজুমদারের।