Sukanta Majumdar : 'ছাব্বিশের লড়াই তৃণমূলের শেষ লড়াই', অনুপ্রবেশ ইস্যুতে কটাক্ষ সুকান্ত মজুমদারের

ABP Ananda LIVE: বাংলায় অনুপ্রবেশ প্রসঙ্গে তৃণমূলকে নিশানা সুকান্তর । 'বাংলায় অনুপ্রবেশ করিয়ে ভোটার তালিকায় নাম তোলাচ্ছে তৃণমূল' । 'শুধু ভোটার তালিকা নয়, আধার কার্ড সহ অনেক নথি বানাচ্ছে তৃণমূল' । ভাবছে এসব করলে ভোটে জিততে পারবে' । তৃণমূলের এবার ভোটে জেতার সম্ভাব না নেই' । প্রশাসনের জোরে টিকে আছে তৃণমূল' । প্রশাসন যদি ৫০-৬০ শতাংশ নিরপেক্ষ হয়ে যায়, তাহলে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না' । ছাব্বিশের লড়াই তৃণমূলের শেষ লড়াই', কটাক্ষ সুকান্ত মজুমদারের

 

কালীগঞ্জ উপনির্বাচনের আগে বিজেপির হাতিয়ার কেষ্টর হুমকি-ফোন

কালীগঞ্জ উপনির্বাচনের আগে বিজেপির হাতিয়ার কেষ্টর হুমকি-ফোন। IC-কে কদর্যভাষায় হুমকি, অনুব্রত নিয়ে পথে নামছে বিজেপি। ৯ জুন: শুভেন্দুর নেতৃত্বে বোলপুর থেকে 'নারী সম্মান' যাত্রার ডাক। ১৬ জুন: নদিয়ার কালীগঞ্জেও শুভেন্দুর নেতৃত্বে 'নারী সম্মান যাত্রা'। রাজ্য জুড়ে আরও বেশ কয়েকটি নারী সম্মান যাত্রার প্রস্তুতি বিজেপির 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola