Sukanta on Operation Sindoor : ফের অপারেশন সিঁদুর তরজা । সুকান্তর মুখে 'অপারেশন বাংলা'

ABP Ananda LIVE : ফের অপারেশন সিঁদুর তরজা। কৃতিত্ব কাড়াকাড়ির লড়াই। প্রধানমন্ত্রীকে নিশানা ফিরহাদের। পাল্টা আক্রমণ করলেন সুকান্ত। পাল্টা সুকান্তর মুখে 'অপারেশন বাংলা'

 

 অনুব্রতকাণ্ডে TMCP নেতার দেওয়া হুমকির ফেসবুক পোস্টে 'মর্যাদাহানি হয়েছে পুলিশের'

অনুব্রতকাণ্ডে TMCP নেতার দেওয়া হুমকির ফেসবুক পোস্টে 'মর্যাদাহানি হয়েছে পুলিশের'। বিক্রমজিৎ-এর বিরুদ্ধে পুলিশের করা FIR-এই মর্যাদাহানির উল্লেখ। 'এই পোস্ট সংশ্লিষ্ট পুলিশ অফিসারের মনোবলে আঘাত করেছে' এর ফলে ওই পুলিশকর্মীর নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলেও FIR-এ উল্লেখ। যে পোস্টে মর্যাদাহানি ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কথা বলছে পুলিশ, তার সিংহভাগ জুড়েই তো অনুব্রত!। বোলপুর থানার IC-র উদ্দেশে অনুব্রত মণ্ডলের কদর্যভাষা প্রয়োগে কতটা মর্যাদাহানি হল পুলিশের? অনুব্রত মণ্ডলকে ২ ঘণ্টার জিজ্ঞাসাবাদ ছাড়া দৃশ্যত আর কী পদক্ষেপ নিচ্ছে পুলিশ?
কার ফোন থেকে IC-কে ফোন করা হয়েছিল? অনুব্রত মণ্ডলের ফোন থেকেই কি IC-কে ফোন করা হয়েছিল? তাহলে অনুব্রতর মোবাইল ফোন কেন বাজেয়াপ্ত করেনি পুলিশ

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola