Sukanta Majumdar:'ভাগ বাটোয়ারা নিয়ে সমস্যা হচ্ছে মনে হয়' আমডাঙা কাণ্ড নিয়ে খোঁচা সুকান্তর।BanglaNews

'ভাগ বাটোয়ারা নিয়ে সমস্যার জেরে মনে হয় তৃণমূলের ভেতরের কাথা বাইরে বেরিয়ে গেছে। রাজনৈতিক পৃষ্ঠপোষকতা রয়েছে গোটা ঘটনার পিছনে।' আমডাঙা কাণ্ড নিয়ে প্রতিক্রিয়া বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।

'মাদক ব্যবসায়ীদের সঙ্গে প্রত্যক্ষ যোগ রয়েছে আমডাঙা থানার আইসি-র। পুলিশ-কর্তার মদতেই চলছে মাদকের কারবার।'  বিস্ফোরক অভিযোগ তুলেছেন খোদ শাসকদলের বিধায়ক। আমডাঙার বিধায়ক রফিকুর রহমানের অভিযোগ, মাদক পাচারে অভিযুক্তদের থানায় এনে রাতে ছেড়ে দেওয়া হয়। আমডাঙা থানার আইসি অঞ্জন দত্তর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও নালিশ জানিয়েছেন বলে দাবি বিধায়কের। এনিয়ে পুলিশের প্রতিক্রিয়া এখনও মেলেনি। এর আগে গতকাল মাদক বিক্রির প্রতিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে আমডাঙার দারিয়াপুর বাজার। কয়েকজন ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্রের বাঁট দিয়ে মারার অভিযোগ ওঠে মাদক বিক্রেতাদের বিরুদ্ধে। গতকালের ঘটনায় এফআইআরে নাম থাকা ৩ জনের মধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola