Sukanta Majumdar : 'খেলা যখন হবে, ভয়ঙ্কর খেলা হবে', ফের সুকান্ত মজুমদারের গলায় ডিসেম্বর-হুঁশিয়ারি!
ফের সুকান্ত মজুমদারের গলায় ডিসেম্বর-হুঁশিয়ারি! পাশাপাশি চব্বিশের লোকসভা নির্বাচনে বিধানসভা ভোট হওয়া নিয়েও আজ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল বিজেপির রাজ্য সভাপতির গলায়। সুকান্ত বলেছেন, আপনারা, একপক্ষ মারছে। এটা চলবে না। খেলা এক পক্ষে হয় না। দু’পক্ষে খেলা হবে। খেলা যখন হবে, ভয়ঙ্কর খেলা হবে। আমি শুধু এটুকু বলছি। তৃণমূল অবশ্য বিষয়টিকে গুরুত্ব দিতে চায়নি।
Tags :
Bjp ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital Sukantamajumdar ABPAnanda Westbengal BanglaNews